জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ (২৩) নামের এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা বাজারে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত পিকআপভ্যান চালক আবু সাঈদ ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন-তানভীর ও জাহিদ। তারা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্টাফ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পিকআপভ্যানের সঙ্গে ঢাকাগামী রাজিব বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক আবু সাঈদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাসুদুজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ