ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সিরাজগ‌ঞ্জে ৮১ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১৭:১৫

সিরাজগঞ্জের তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮) ও কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা ও উদ্ধার মালামালসহ তাদের হস্তান্তর করা হয়। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ