ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নাঙ্গলকোটে বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে, পানিবন্দি ও বিদ্যুৎহীন মানুষ

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১৬:৫৬

কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার রাত ৮টা থেকে ভারী বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। পানি ডুবে রয়েছে দাসনাই পাড়া, বেকামুলিয়া, পিপড্ড্যা, দক্ষিণ মাহিনী সড়কসহ মানুষের বসতবাড়িঘর। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, নাঙ্গলকোটে বিগত ৫০ বছরেও এমন বন্যার পানি দেখেনি। মানুষের বসতবাড়িঘরে কোমর পর্যন্ত পানি উঠেছে। গতকাল রাত থেকে দাসনাই পাড়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য স্বেচ্ছাসেবক দল বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের মালামাল ও মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যেতে কাজ করছেন।

বন্যায় আটকে থাকা মানুষদের খাদ্য ও প্রয়োজনীয় মেডিসিন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন দাসনাই পাড়া প্রবাসী ফোরামের উদ্যোগ ও দাসনাই পাড়া ফ্রেন্ডস ক্লাব সদস্য স্বেচ্ছাসেবক দল।

এদিকে, আজ বিকেলের মধ্যে আরো বন্যার পানি বাড়তে পারে বলে ধারণা স্থানীয়দের। পানির তীব্র স্রোতের মধ্যে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ