নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীরসহ ১০৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নিহত রোমান মিয়ার খালা রিনা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন। এ খবরে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র-জনতা। মিছিলে শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও গাজীর পুত্র গোলাম মর্তুজা পাপ্পার হুকুমে গুলি করে হত্যা করা হয় শিক্ষার্থী রোমান মিয়াকে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় বুধবার দুপুরে নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এতে ৪৫ জনের নাম উল্লেখ্যসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ