ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনার বিচার দাবিতে নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৮:৩১

ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার সাবেক মেয়র ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে শেখ হাসিনার বিচার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ঠ) দুপুরে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নান্দাইল পুরাতন বাজার থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যেন্ড, সরকারি শহীদ স্মৃতি কলেজ হয়ে পুরাতন বাজার তার দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আজিজুল ইসলাম পিকুল গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান।

পিকুল বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লাগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসাছাত্র হত্যা করেছেন শেখ হাসিনা।

তিনি বলেন, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ