ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাজারে সরবরাহ কম, বেড়েছে ইলিশের দাম

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৮:০৯

ঘাটে বাঁধা সমুদ্রগামী ট্রলার। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলার আশা করলেও মাছ শিকারে গিয়ে বৈরি আবহাওয়ায় অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে বরগুনার জেলেদের। বৈরী আবহাওয়ায় আবারও ব্যাহত হচ্ছে সমুদ্রে মাছ শিকার। এতে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ কমেছে জেলার বাজারগুলোতে।

এদিকে, সমুদ্র উত্তাল থাকলেও বরগুনার পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা। তবে চাহিদার তুলনায় কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এমন অবস্থায় বড় সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৮শ' টাকায়। আর মাঝারি আকারের ইলিশের কেজি ১২ থেকে ১৩শ' টাকা।

ব্যবসায়ীরা বলেন, ‘বাজারে ইলিশের পরিমাণ অনেক কম। ফলে একদিকে সরবারহ কম অন্যদিকে চাহিদা বেশি তাই ইলিশের দাম একটু বেশি। আবহাওয়া ভালো হলে মাছ শিকার বেড়ে যাবে এবং দামও কমে আসবে।’

গোলাম হায়দার স্বপন নামের এক জেলে বলেন, ‘বর্তমানে আবহওয়া ভালো না, তাই আমরা জীবনের নিরাপত্তার কারণে গভীর সাগরে মাছ ধরতে যাচ্ছি না। সমুদ্রে বড় বড় ঢেউ থাকায় যে কোন সময় আমাদের ট্রলার ডুবে যেতে পারে। ফলে বরগুনার পায়রা, বিষখালী নদীতে মাছ শিকার করছি।’

সজিব নামের আরেক জেলে বলেন, ‘বাজারে এখন ইলিশের প্রচুর চাহিদা। দামও অনেক ভালো। মৌসুম হওয়ায় সাগরেও মাছ আছে, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় আমরা কেউই গভীর সাগরে যেতে পারছি না। তবে আবহাওয়া ভালো হলে আবারও সাগরে গিয়ে মাছ ধরবো।’

আরও কয়েকজন জেলে বলেন, ‘মাছ শিকার করতে না পারায় আমাদের অনেক অর্থ সংকট চলছে। আমরা মাছ শিকার ছাড়া অন্য কোন কাজও করতে পারি না। বিভিন্ন জায়গা থেকে পরিবারের খরচ চালাতে যে ঋণ নিয়েছি তা কিভাবে দেবো সেটাই এখন চিন্তা করছি।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, বৈরি আবহাওয়া কাটলে বাড়বে ইলিশের সরবরাহ, পাশাপাশি দামও কমে আসবে। বর্তমানে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। এই সময়ে প্রচুর ঢেউ থাকায় ট্রলার নিয়ে সাগরে অবস্থান করা খুবই কঠিন। আশা করছি খুব শিগগিরই এ অবস্থা থেকে বের হওয়া যাবে।’

জেলায় নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে থাকলেও সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ২৭,২৫০ জন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ