মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় হেরোইন জব্দ

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৬:৫৫

সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে আসামিবিহীন দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাকডাংগা সীমান্তের দকলোর মোড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক আশরাফুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে দূর্বৃত্তরা। এই সংবাদ পাওয়ার পর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাঠোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করেন।

একপর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এমন অবস্থায় অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ থেক ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

জব্দ মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ