ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কালিয়াকৈরে বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৫:৪৫

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক ও কর্মচারীরা কারখানা কাজ বন্ধ করে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, চন্দ্রা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানার কর্মচারী ও শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা একাধিকবার মালিক পক্ষের কাছে বকেয়া বেতন আবেদন করলেও মালিকপক্ষ বিষয়টি সমাধান করেনি। পরবর্তীতে বুধবার সকালে শ্রমিক ও কর্মচারীরা কারখানায় গিয়ে বেতন দাবি করেন। এক পর্যায়ে তারা কারখানা ত্যাগ করে দুপুর ১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেমে পড়েন। এতে ঢাকা-টাইঙ্গাল মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বেতনের দাবিতে চন্দ্রায় শ্রমিকরা সড়কে নেমেছে। যার ফলে যানবাহন চলাচল বন্ধ। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ