ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁয় জিনিয়াস অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৪:৫৩

‘নিজেকে জানবো, দেশকে মানবো, বিশ্বকে চিনবো’ প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রথমবারের মতো জিনিয়াস অব দ্যা ইয়ার-২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আজ বুধবার ( ২১ আগস্ট) বেলা ১১টায় রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসন। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ এফ এম বজলুল কবীর।

প্রতিযোগিতাটি শুরু হয় এ বছরের ফেব্রুয়ারি মাসে যেখানে ১৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ধাপের প্রতিযোগিতার মাধ্যমে আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে জিনিয়াস অব দ্যা ইয়ার হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন এবং রানার্সআপ হন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রূপা আক্তার। এছাড়া সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল পর্বের বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

বিজয়ী হয়ে অনুভূতিব্যক্ত কালে রিমন হোসেন বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটি। ভাবিনাই জিনিয়াস অব দ্যা ইয়ার হতে পারবো। এমন আয়োজন আমাদের জ্ঞান বিকাশে সহায়তা করে। প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলম নয়া শতাব্দীকে বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদের বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে যায় সে লক্ষ্যেই জিনিয়াস অব দ্যা ইয়ারের আয়োজন। আমি মনে করি, এমন আয়োজনের মধ্যে দিয়েই শিক্ষার্থীরা মেধার লড়ায়ে সামনে এগিয়ে যাবে।’

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান বলেন, ‘এমন আয়োজন আমাদের কলেজে এবারই প্রথম অনুষ্ঠিত হলো। আশা করি, অন্যান্য বিভাগগুলোও এমন আয়োজন করবে। কোটা প্রথা মুক্ত যে বাংলাদেশ সে বাংলাদেশে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাহায়তা করবে।’

জিনিয়াস অব দ্যা ইয়ারকে মূল্যাবান সার্টিফিকেট, আকর্ষনিয় ক্রেস্ট এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ