ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে জেলা ছাত্রদলের শোক র‌্যালি 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২৪, ১৪:৩৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে শোক র‌্যালি পালন করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) সকালে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়ার নেতৃত্বে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসাছাত্রকে হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে এ শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোয়ার আলম, উবায়দুল ইসলাম, রমজানুল করিম পাপন। সদস্য কায়রুল হাসান সাজু, নাঈম আহমেদ শিশির। জেলা ছাত্রদল নেতা শাহ রাহুল, আজগর, হারুন, রেজুয়ান, বাপ্পি, সাজিদুল ইসলাম, আফজাল, শাহরিয়ার নাঈম, নাঈম আহমেদ রাব্বি, আয়মানসহ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ