রাজধানীর কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুরে ছুরিকাঘাতে রিপন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আরেক কিশোর শাওন (১৪) পলাতক রয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১২টায় রিপনকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপনের ভাই সুজন ঢাকা বলেন, আমার ভাই কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর গলির এলাকায় কাপড়ের দোকানের কাজ করে। দোকান থেকে বাসায় ফেরার পথে শাওন আমার ভাইয়ের মোবাইল চায়। সে মোবাইল দেয়নি। পরে আমার তার সঙ্গে রিপনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ছুরি দিয়ে রিপনের পেটে ও বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ভাইকে বাঁচাতে পারলাম না।
নিহত রিপন পরিবারের সঙ্গে কামরাঙ্গীচরের কুড়ারঘাট এলাকায় থাকত। সে মৃত আলম শরীফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ