ময়মনসিংহের গফরগাঁওয়ে পুড়িয়ে দেওয়া দলের নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তিনি পৌরশহরের কাচাঁবাজার এলাকায় ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন, বিএনপি কমী বাবলু, কুদ্দুস মিয়া, শাহিন মিয়া, জয়নাল আবেদীন, মোতালেব মিয়া, ভূমি অফিসের কর্মচারী ওহাব মিয়া , সেনাবাহিনীর সার্জেন্ট শফিক আহম্মেদের পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ছালাম বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
এর আগে গত ৭ আগস্ট বিএনপির এসব নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ