ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভালুকায় সুতার কারখানায় শ্রমিকের মৃত্যু

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২৪, ১৬:৪৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১৬:৫০

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় সুতার গাইডের নিচে চাপা পড়ে মুরাদ হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত বাদশা গ্রুপের ক্যামেলিয়ান কটন ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈয়রকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন প্রতিদিনের মতো সোমবার দুপুরে কর্মস্থলে যান। পরে তার সহকর্মীরা ফ্যাক্টরিতে ভিতরে খোঁজাখুজি করে কোথাও পাচ্ছিলো না। একপর্যায়ে রাত ১০টার দিকে ফ্যাক্টরির ভিতরে ২৫০ কেজি ওজনের সুতার গাইটের নিচে মুরাদকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মডেল থানা পুলিশ মুরাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভালুকা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুজ্জামানের বরাদ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন জানান, মিল শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমের চিহৃ ছিলো এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, হাসপাতাল থেকে মিল শ্রমিকের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ