বিএনপির ভাইস প্রেসিডেন্ট ডা. এজেডএম জাহিদ হোসেনকে দলটির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় ময়মনসিংহের গফরগাওয়ে আনন্দ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।
রোববার (১৯ আগষ্ট) বিকেলে পৌর এলাকার শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডা. মোফাখখারুল ইসলাম রানার দিক নির্দেশনায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, গফরগাও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমূখ। এ সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ