ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে দুই পৌর মেয়রের অপসারণে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২৪, ১৬:৩৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ২১:২৩

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপসচিব মাহবু্ব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারা দেশে ৩২৩ টা পৌরসভার মধ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও তারাবো পৌরসভার মেয়রকে স্ব-পদ থেকে অপসারণ করায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে কাঞ্চন বাজারে আনন্দ মিছিল বের করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে রূপগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী তার স্ত্রী হাসিনা গাজীকে তারাবো পৌরসভার মেয়র হিসেবে বসান। অপরদিকে একইভাবে প্রভাব খাটিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র হিসেবে দেওয়ান আবুল বাশার বাদশাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন। এরপর থেকে সাধারষ জনগণ আতঙ্কে ছিল। বিভিন্নভাবে তাদের বাহিনীর লোকজনের মাধ্যমে নির্যাতনে শিকার হয়ে অনেক সাধারণ মানুষ।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাঞ্চন বাজারসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও বিতরণ করেন এলাকাবাসী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ