মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কলাপাড়ায় হত্যার পর মাটি চাপা দেয়া হয় বৃদ্ধার মরদেহ

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২৪, ১৫:১২

পটুয়াখালীর কলাপাড়ায় আয়শা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির দক্ষিণ বড় বালিয়তলী আবাসন প্রকল্পের একটি ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আয়শা বেগম ওই ইউপির পূর্ব বড় বালিয়াতলী গ্রামের মৃত মোশারফ মিয়ার স্ত্রী।

তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল জানান, আবাসনের বাসিন্দা ইউনুসের সাথে আয়শা বেগমের লেনদেনের বিষয় ছিল। শনিবার তাকে ডেকে আবাসনে নিয়ে আসে ইউনুস। পরে আজ তার মরদেহ মাটির নিচে চাপা দেয়া অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন- বৃদ্ধার পা রশি দিয়ে হয়তো বাঁধা ছিল, এমন দাগ পড়ে আছে। এছাড়া গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, শনিবারই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করতে মাটি চাপা দেয়া হয়েছিল। তবে মরদেহ পাওয়ার খবর জানাজানি হলে ইউনুস পালিয়ে গেছে বলেও জানান তিনি।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, সেনাবাহিনী এবং আমরা যৌথভাবে বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ