ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

‘পুলিশ জনগণের পাশে থেকে বন্ধু হয়ে কাজ করবে’

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৪, ২১:০৬

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেছেন, পুলিশ জনগণের পাশে থেকে বন্ধু হয়ে কাজ করবে। সবসময় পুলিশ জনগণের পাশে থেকে সকল ভালো কাজের সহযোগিতা করবে পুলিশ।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে গণঅধিকার পরিষদ নান্দাইল উপজেলা শাখার নেতাদের নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।

এসময় দলটির পক্ষ হতে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক (সভাপতি) ও ময়মনসিংহ জেলার সহ সভাপতি মো. মাহাবুবুল আলম (মাহবুব), যুব অধিকার পরিষদের (সভাপতি) তোফায়েল আহমেদ ওমি, ছাত্র অধিকার পরিষদের (সাবেক সভাপতি) ও জেলার দপ্তর সম্পাদক, ফারাবী আহমেদ রমজান, (সাবেক সাধারণ সম্পাদক) জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মীর নাসীর, রিয়াদুল ইসলাম, হাসান সহ নান্দাইল উপজেলা শাখার অন্যান্য নেতারা।

মাহাবুবুল আলম (মাহবুব) বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর পুলিশের কর্মবিরতি পর আবার দেশ গঠনের কাজে পুলিশ তাদের কর্মস্থলে ফিরে আসায় আমরা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছি। আমরা সব ভালো কাজে পুলিশের সহযোগিতা করবো, পুলিশও জনগণের বন্ধু হয়ে কাজ করবে আশা করি। তাহলে খুব দ্রুত নতুন স্বাধীন বাংলাদেশের সফলতা দেখতে পাবো আমরা।

নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আব্দুল মজিদ উপস্থিত নেতাকর্মীদের পুলিশকে সকল ভালো কাজে সহযোগিতা করতে বলেন এবং সব সময় পুলিশ জনগণের পাশে থেকে সকল ভালো কাজের সহযোগিতার আশ্বাস দেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ