ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাগর উত্তাল, মাছ শূন্য ট্রলার নিয়ে ঘাটে ফিরেছে জেলেরা

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৪, ১৯:৩৩

পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় উত্তাল সাগরে বাড়তি ঝুঁকি না নিয়ে তীরে ফিরছেন উপকূলীয় এলাকার জেলেরা। তবে এমন বৈরী আবহাওয়ায় মাছ শূন্য ট্রলার নিয়েই নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে মৎস্য শিকারিদের।

জেলেরা জানান, মৎস্য শিকারে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে জাল সাবার নিয়ে কাঙ্খিত ইলিশের স্বপ্ন নিয়ে সমুদ্র যাত্রা করেছিলেন তারা। এরই মধ্যে ভরা মৌসুমে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে ব্যহত হচ্ছে মৎস্য আহরণ কার্যক্রম। তবে চলতি মৌসুমে কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন ইলিশের দেখা পাননি সমুদ্রগামীরা। তাই আবারও প্রাকৃতিক বাধার মুখে পড়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে জেলেদের কপালে।

সরেজমিনে দেখা যায়, শিববাড়িয়া নদী লাগোয়া মহিপুর-আলীপুর মৎস্য বন্দর ঘাটে নোঙর করা হয়েছে শতাধিক মাছ ধরা ট্রলার। উত্তাল ঢেউয়ের কবল থেকে জানমাল সুরক্ষার তাগিদে এসব ট্রলার নিয়ে জেলেরা তীরে ফিরে এসেছেন।

আলীপুর বন্দরের সিফাত মৎস্য আড়ৎ মালিক মিজানুর রহমান বলেন, অনেক আশা নিয়ে সাগরযাত্রা করেছিলেন জেলে ভাইয়েরা। তবে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় অনেক জেলেরা ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে। এখন জেলেরা আবহাওয়ার দিকে তাকিয়ে সমুদ্রে ফেরার অপেক্ষায় মুখিয়ে আছেন।

এদিকে, আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এ ছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ড পিবিও আব্দুল জব্বার শরীফ জানান, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই জেলেদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বৈরী আবহাওয়ার কারণে নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের ফিরতে হচ্ছে খালি হাতে। ফলে লোকসান গুনতে হচ্ছে ট্রলার মালিক সহ জেলেদের। আশা করছি আবহাওয়া ভালো হয়ে যাবে তখন জেলেরা স্বাভাবিকভাবে মাছ শিকার করতে পারবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ