শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে মানববন্ধন 

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৪, ১৩:১৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১৩:৪৬

চলমান পরিস্থিতিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ ঘোষণা করা হলেও সেই পরীক্ষায় অংশ না নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে (১৭ আগস্ট) জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ (বিশাল) চত্বরে ২০২৪ ব্যাচের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা এ মানববন্ধন করে।

জয়পুরহাট সরকারি কলেজ, আক্কেলপুর মজিবুর রহমান কলেজসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা এসব শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না, এ পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে।

তারা বলেন, আন্দোলন করতে কি আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা এখনো হাসপাতালে রয়েছে। তাদের কথা বিবেচনা করে সেসব পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষার ওপর মূল্যায়ন করে নাম্বার দেওয়ার দাবি জানিয়েছে তারা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ