ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৫ জেলে

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২৪, ২১:০১

পটুয়াখালীর রাঙ্গবালী সংলগ্ন বঙ্গোবসাগরে লঘুচাপের প্রভাবে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর।

তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারী জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার জন্য রওনা হয়। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদেরকে উদ্ধার করে। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, আমরা এবিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ