ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১৬ আগস্ট ২০২৪, ১৮:১৫

জামালপুর সদর উপজেলার নরুন্দিতে পুকুরের পানিতে ডুবে ফারাবী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্ধরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারাবী উপজেলার বন্ধরৌহা গ্রামের নয়ন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু ফারাবী বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপরেই তার নিখোঁজের খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচার করা হয় এবং অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠে এবং পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় বাদ জুমা জানাজা শেষে ফারাবীকে দাফন করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ