ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ভূলতা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
আরে্র উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে আমাদের ভাই-বোনকে হত্যা করেছে। এ হত্যার মূলহোতা খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবি করছি। অন্যথায় বিএনপির এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ