নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া সমন্বয়ক আনিছুর রহমানের শাস্তির দাবি ও ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালের পত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। যেখানে গ্রিন ইউনিভার্সিটিসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড হয়ে আবার কলেজের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বিগত সময়ে বিভিন্ন অপকর্ম করেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। তিনিসহ তার সাথে থাকা শিক্ষকদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকরা পদত্যাগ না করলে ক্লাসে ফিরবেন না তারা।
এ ছাড়া রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়ক আনিছুর রহমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে শিক্ষার্থীরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ