ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২৪, ২২:১৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১৯:৩১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) উপজেলা প্রশাসনিক হল রুমে প্রশাসনের সকল বিভাগীয় প্রধান ও সাংবাদিক নেতাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সমস্যা, অনিয়ম, দুর্নীতি ও ভবিষ্যত করণীয় নিয়ে ছাত্র নেতারা বক্তব্য রাখেন।

ছাত্রনেতা মিনহাজুল হক উসমানির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্রনেতা মুখলেছুর রহমান, সাদেকুন আজম ভূইঁয়া সাগর, নুসরাত হোসেন নাফি, মোস্তাফিজুর রহমান অন্তর, মাহমুদুল হাসান শান্ত বক্তব্য রাখেন।

প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান, অফিসার ইনজচার্জ আবদুল মজিদ, শিক্ষা অফিসার ফজিলাতুনন্নেচ্ছা, কৃষি অফিসার আনিসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার দিবাকর ভাট, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইঁয়া, সমাজ সেবা অফিসার ইনসান আলী প্রমুখ।

এ ছাড়াও পরামর্শমূলক বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, এবি সিদ্দিক খসরু, শামছুজ্জামান বাবুল ও সাওয়ার জাহান রাজিব।

সভায় সর্বসম্মতিক্রমে নান্দাইল উপজেলাকে দুর্নীতিমুক্ত হিসাবে প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ