ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাল মিয়ার হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৪, ১৯:০৭

ময়মনসিংহের নান্দাইলে কৃষক লাল মিয়া ওরফে সেলিম মিয়া (৩৫) হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লাল মিয়া ওরফে সেলিম মিয়া হত্যা মামলার বাদী অসিম মিয়া ও তার পরিবার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী অসিম মিয়া। এ সময় বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দীন বাচ্চু।

অসিম মিয়া বলেন, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ীভীতি ও হুমকি দিচ্ছে। বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে। উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানসহ লাল মিয়ার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাদী পরিবার।

পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী লাল মিয়া ওরফে সেলিম মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ