ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সাতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন নারী শিক্ষক

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৪, ১৭:১৯

বাউফলের কালিশুরী ইউনিয়নের পশ্চিম ছিটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তসলিমা আক্তার নামে এক নারী শিক্ষক সাতদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

গত ৫ আগস্ট বিকেলে স্থানীয় ১৫-২০ জনের সন্ত্রাসী তার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এরপর থেকেই তিনি তার স্বামী ও তিন সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

শিক্ষক তসলিমা আক্তার বলেন, ৫ আগস্ট স্থানীয় আব্দুর রবের ছেলে আব্দুল অহেদ সাকুরের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তার বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ডুকে ব্যাপক ভাংচুর করে। এ সময় তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে।

তিনি আরও জানান, একটি সালিস বৈঠকে তার স্বামী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তির পক্ষে কথা বলেন। এ কারণে সাকুর তার উপর ক্ষুব্ধ হন। ওই সালিস বৈঠকে সাকুর প্রতিপক্ষের পক্ষ নিয়েছিল।

বাউফলের ইউএন বশির গাজী বলেন, থানা পুলিশের কার্যক্রম না থাকায় আমি ওই শিক্ষককে শান্তনা ছাড়া কোনো উপকার করতে পারিনি। প্রশাসনে অস্থিরতা কেটে গেলে আমি কঠোর ব্যবস্থা নিব।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ