ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

টেকনাফে ২৯ কেজি স্বর্ণালংকারসহ আটক ২

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৪, ২০:২০

কক্সবাজারে টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে ২৯ কেজির বেশি স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

শনিবার (১০ আগস্ট) গভীররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুইজা গ্রামের মীর আহম্মেদের ছেলে আনোয়ার সাদেক (২৮)।

মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘উত্তর ফুলের ডেইল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের বড় একটি চালান এক ব্যক্তির বসতঘরে মজুদ করে রাখার খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। পরে বিজিবির সদস্যরা ঘরটি ঘিরে ফেললে দুইজন ব্যক্তি ছোট একটি ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করা হলে ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ ২৬ হাজার ১০ টাকা পাওয়া যায়।’

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় মজুদ রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ