ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৪, ১৮:৫৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১৯:২৪

‘দেশটা কারো একার না, দেশ ছেড়ে যাবো না, আমার ঘরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রোববার (১১ আগস্ট) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্ত্বরে সনাতন ধর্মাবলম্বীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। জেলা সদরসহ আশপাশের বিভিন্ন জায়গার সনাতনী মানুষ যুক্ত হয়।

এসময় তারা হাতে বিভিন্ন অসাম্প্রদায়িক ও দাবি সম্বলিত স্লোগান লিখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলে সারা দেশে হিন্দুদের ওপর আক্রমণের নিন্দা জানান সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বার বার কেন হিন্দুরাই রাজনীতির শিকার হবে- এমন প্রশ্নও উত্থাপন করে তারা।

‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বার বার হিন্দুরা হামলা, আক্রমণের শিকার হবে?’- এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধাসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, সাধারণ জনগণের বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসন্ত্রাস করা হয়েছে। এসব হামলায় বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। আজকে ন্যাক্কারজনক এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

আয়োজকরা বক্তব্যে বলেন, একটি স্বাধীন দেশে হিন্দুদের বাড়িঘরের ওপর হামলা, ভাঙচুর করার অধিকার কারও নেই। এ দেশের সনাতনী সমাজ পূর্ণরূপে স্বাধীনভাবে বাঁচতে চায়। এদেশ সনাতনীদেরও দেশ। অসাস্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু ট্যাগ নিয়ে থাকতে চান না তারা।

সম্মিলিত সনাতনী সমাজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। সবাই এদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ