ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে গণপরিবহনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৪, ১৮:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে চলাচলরত বিআরটিসি বাসে নিয়ম বর্হিভূত অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার এশিয়া হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, গ্রীন ইউনিভার্সিটি, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়সহ ১০ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে রূপগঞ্জে গাউছিয়া পর্যন্ত সড়কে বিআরটিসি বাস ছাড়া অন্য কোন গণপরিবহন না থাকায় বিআরটিসি বাস কতৃর্পক্ষ যাত্রীদের কাছে নিয়ম বর্হিভূত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এমনকি প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যাত্রীরা বাস কাউন্টারদের দায়িত্বরত কর্মচারী, বাস চালক ও হেলপারদের মাধ্যমে মারধর ও হয়রানির শিকার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।

এসময় তারা নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাড়ার ব্যবস্থা করা ও নানা অরাজকতা বন্ধের দাবি জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ