ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাব-বাংলাদেশের উদ্যোগে ট্যাপ বিতরণ 

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

শ্যামনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর উদ্যোগে ই-লার্নিং প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস. এম. জগলুল হায়দার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাব-বাংলাদেশের ই-লার্নিং প্রোগ্রামের আওতায় রমজান নগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে লার্নিং কনটেন্ট ও মনিটরিং সিস্টেমসহ ৩২টি ট্যাব বিতরণ এবং করোনায় ক্ষতিগ্রস্থ ১২০ জন শিক্ষার্থী ও ২০জন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এম. এ. আলিম খান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম প্রমুখ।

ভাব বাংলাদেশ প্রদত্ত ট্যাব শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে। এই ট্যাব দিয়ে ফেসবুক, ম্যাসেনজার ও ইউটিউব ব্যবহার করা যাবে না।

ভাব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এম. এ. আলিম খান বলেন, ‘এই ট্যাবের মধ্যে কনটেন্ট ভিডিও, স্কীপট্ ও পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থীরা এই ট্যাব একটি ভিডিও কত সময় কতবার দেখবে এবং পরীক্ষায় কত নম্বর পেল প্রভৃতি ভাব বাংলাদেশ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সবকিছু অনলাইনে মনিটরিং করবে।’

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫টি জেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং প্রোগ্রাম শুরু করেছে

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ