ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কোটা আন্দোলনে আহত মিঠুর পাশে বিএনপির নেতারা

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ২০:৪৯

কোটা সংস্কার আন্দোলনে আহত মিঠুর চিকিৎসার দায়িত্ব নিলেন লালপুর-বাগাতিপাড়ার গন মানুষের নেতা সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কণ্যা স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটির সদস্য, বিএনপির মানবাধিকার ও মিডিয়া সেলের অন্যতম সদস্য এ্যাড. ফারজানা শারমিন পুতুল এবং পুত্র লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে আহত মিঠুকে দেখতে গিয়ে তার বাড়িতে এ ঘোষণা দেন তারা।

এসময় আহতের অসুস্থ্য পিতার ঔষুধের ব্যবস্থার দায়িত্বও নেন তারা। আহত মিঠু নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার খালেকের ছেলে।

মিঠুকে দেখতে গেলে ওই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা বলেন, মিঠু বৈষম্য বিরোধী কোটা অন্দোলনে পাবনা এনায়েতপুর এলাকায় অংশগ্রহণ করে এবং চোখে গুরুত্বর আহত হয়ে এক চোখের দৃষ্টি শক্তি হারায়। অপরদিকে আহত মিঠুর পিতা খালেক শাররীকভাবে অসুস্থ। প্রতিমাসে অনেক টাকা ঔষুধ কিনে খেতে হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এরকম ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। তাই তার পিতার মাসে যত ঔষুধ লাগবে, সেগুলো স্থানীয় ফার্মেসি থেকে কিনে দেন তারা। এমন সময় ওই পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের শক্তি ফিরালেন মন্ত্রীর পুত্র-কন্যা রাজন ও পুতুল। এজন্য আহতের বৃদ্ধ পিতা আল্লাহর দরবারে তাদের জন্য প্রাণভরে দোয়া করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ