মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ত্রিশালে শিক্ষার্থীদের হাতে দুই মাদক কারবারি আটক

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ২০:০৭

ময়মনসিংহের ত্রিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আরশ মিয়ার ছেলে নবী হুসেন ও একই এলাকার জামাল মিয়ার ছেলে রিয়াদ।

জানা যায়- এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য উপজেলার ধলা গ্রামের বৈযম্যবিরোধী ছাত্র সমাজের একদল শিক্ষার্থী রাতে পাহারা দিচ্ছিল। এসময় ওই এলাকায় অপরিচিত দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। দেখে সন্দেহ হলে তাদের আটক করে গ্রামের নৈশপ্রহরী দিয়ে তাদের ব্যাগ চেক করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এরপর ত্রিশাল উপজেলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের খবর দিলে, তারা থানা হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে মুন্না খন্দকার জানান, আমরা আনুমানিক রাত ১ টা ২০ মিনিটের দিকে তাদের আটক করতে সক্ষম হই। ধলা বাজারে বেশ কয়েকবার ঘোরাঘুরি করায় তাদের সন্দেহজনকভাবে আটক করি। এরপর আমরা আমাদের গ্রামের নৈশপ্রহরী দিয়ে তাদের ব্যাগ চেক করি এবং গাঁজাগুলো পাই। এরপর সরাসরি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, যারা ত্রিশাল থানাধীন তাদের সঙ্গে যোগাযোগ করি। উনারা সরাসরি তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। এরপর থানায় মামলা করা হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ