ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি-জামায়াতের সঙ্গে মতবিনিময়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ১৯:১৮

নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ওসি ও সকল স্টাফদের সাথে মতবিনিময় করেছে উপজেলার বিএনপি, জামাত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মতবিনিময় সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া শাখার প্রতিনিধি কামরুল ইসলাম ও মজিবুর রহমান।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার ও সেক্রেটারি শাহীন আলম সহ আরও অনেকেই

এ সময় বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি করলে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে পুলিশকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় পুলিশ সদস্যদের তাদের দায়িত্বে দ্রুত ফিরে যাওয়ার আহবান জানানো হয়।

ওসি জানান, দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে ফিরবে বলে আশা করা হচ্ছে।

এসময় সেনাবাহীনির পক্ষ থেকে বাগাতিপাড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলু উপস্থিত ছিলেন।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দেশের আইন শৃঙ্খলা ফেরাতে আপনারা সবাই পুলিশকে এবং আমাদেরকে সাহায্য করুন। নিজেরা সচেতন থাকুন এবং গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গড়ে তুলুন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ