আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও শপথ করেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল দুপুর ১টায় শেষ হয়।
কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের উপস্তিতিতে প্রায় দেড় হাজার নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এসয় অবস্থানরত সকলকে শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
শপথে বলা হয়, আমরা শপথ করতেছি যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে না ফিরিয়ে আনা পর্যন্ত বঙ্গবন্ধুর নামে কসম করছি আমাদের গায়ের এক বিন্দু রক্ত থাকতে ঘরে ফিরে যাব না। এই কোটালিপাড়ার সংগ্রামী মানুষ দৃঢ়চিত্তে প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরে যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
এ সময় কোটালিপাড়া উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ