বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে সরকার পদত্যাগের পরে নাটোরের বাগাতিপাড়ার সংখ্যালঘুরা এখনো সর্বোচ্চ শান্তিতে আছে বলে জানান বাগাতিপাড়া আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত ঠাকুর সুকুমার মুখার্জি। সংখ্যালঘুদের উপর ফুলের টোকাও পড়েনি বলে জানিয়েছেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু।
শনিবার (১০ আগস্ট) দুপুরে গালিমপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে উপজেলা বিএনপির সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, গত কয়েক দিনে বাগাতিপাড়ার মন্দির এবং গির্জাগুলোতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর, বাড়ি এবং কোনো ব্যক্তির উপরেও কোন হামলা হয়নি। রাতের বেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন পাহারা দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন। এজন্য উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তব্য দেন- নাটোর জেলার প্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, ছেলে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন এবং জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুকুমার মুখার্জি।
এছাড়াও উপজেলা বিএনপির উদ্যোগে দয়ারামপুর, মালঞ্চি রেলগেটের পূর্বপাশে এবং তমালতলা মোড়সহ বিভিন্ন স্থানে পথসভা করা হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ