শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে সোহেলা রানা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোন্নগর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেলা রানা পেশায় দিনমজুর। তিনি কোন্নগর গ্রামের জামাল উদ্দিন ছেলে।
স্থানীয় মরিচপুরাণ ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী জানান, আজ দুপুরে ধান ক্ষেতে কাজ করতে মাঠে যান সোহেল রানা। সেই মুহূর্তে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হচ্ছিলো। হঠাৎ ফসলে কাজ করা অবস্থায় বজ্রপাতের স্বীকার হয়ে মাটিতে লুটিয়ে যান তিনি। পরে এলাকাবাসী তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ