ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সাতক্ষীরায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২৪, ২০:৫৯

সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় শিশুটির নানি আহত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে নানির সাথে শিশু আলী হাসান নানা বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে শিশু আলী হাসান ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। একই ঘটনায় শিশুটির নানি আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ