হার্ট অ্যাটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রফিকুল ইসলাম ফাহিম (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে হঠাৎ বুকের ব্যথা উঠলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ফাহিম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহিমের ছোট ভাই বোরহান উদ্দিন তুহিন।
তিনি বলেন, বিকেল চারটার দিকে হঠাৎ ভাইয়ার বুকের ব্যথা শুরু হলে আমরা লাকসামের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ফাহিমের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। সাত ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। তার অকালমৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, কিছুদিন আগেই সে দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিল, ভাইবা দিল। আমি তার মা-বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ফাহিমের অকালমৃত্যুতে আমরা প্রাণিবিদ্যা বিভাগ শোকাহত।
ফাহিমের বন্ধু শহীদুল ইসলাম বলেন, ফাহিম ফুটবলের খুব ভক্ত ছিল। বিকেলেও সে মাই ডেতে পিএসজির খেলা দেখব বলে জানিয়েছিল। এখন সে পৃথিবীতে নেই, এটা মানতেই পারছি না।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ