বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় লাভ করায় দেশের ছাত্র-জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সংগঠনটির তথ্য ও প্রচার বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক এ দলটির নেতৃবৃন্দরা মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশেরে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগ যুগ ধরে। ১৯৭১ এর মুক্তি যুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবিস্মরণীয় ত্যাগ ও বিজয়ের ইতিহাসও আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাংলার মানুষের হৃদয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে অন্তবর্তীকালীন সরকারের রুপরেখা গঠন করা হয়েছে, তার জন্য ইউপিডিএফ’র পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাসও দেয়া হচ্ছে। সেই সঙ্গে দলটির নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, পাহাড় ও সমতলে সংখ্যালুদের অধিকার রক্ষায় তথা আপামর জনতার বৈষম্যহীন দেশ ও সমাজ বিনির্মানে বলিষ্ঠ ভুমিকা রাখবে এ অন্তবর্তীকালীন সরকার।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ