শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘কেবল অর্থনীতিতে নয়, আবহাওয়া এবং জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক যেকোন মহামারি থেকে দেশকে বাঁচাতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।’
বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত নির্দেশনা মোতাবেক স্কুলটির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় এমপি বাদশা বলেন, ‘ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের স্বার্থে একটি দেশের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেখানে বাংলাদেশের বনভূমির পরিমাণ ১৭ শতাংশ। গ্রাম বা শহরাঞ্চলে প্রতিনিয়তই নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা ঘটছে। যার প্রভাব পড়ছে আবহাওয়ার উপর। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক ড. বরুণ কান্তি সাহা, প্রশাসনিক কর্মকর্তা নেপাল চন্দ্র দে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল। এর আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্কুলটিতে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ