শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘আন্দোলন পরবর্তী সহিংসতার সাথে শিক্ষার্থীরা জড়িত নয়’

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ২৩:৩০

পটুয়াখালীতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞের সাথে শিক্ষার্থীরা জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, ফাহাদ হোসেন, রুশদাসহ আরো অনেকে।

তারা সাংবাদিকদের বলেন, পটুয়াখালীর যেসব স্থানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে তার সাথে শিক্ষার্থীরা কোনোভাবেই জ‌ড়িত নয়। বরং গতকাল ও আজকে দিনভর আমরা সবাই শহরের যেসব স্থানে ভাঙচুরের টুকরো ছিল তা পরিষ্কার করেছি। এসব কাজ কোনো শিক্ষার্থীর হতে পারে না। আমরা এ ধরনের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ