শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ভারতে পালানোর সময় রাসিকের কাউন্সিলরসহ আটক ২

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ১৮:২৫

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশ ছেড়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী (৫০) ও নাজমুল হককে (৩৪) আটক করেছে বিজিবি।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন দুপুরে বৈধপথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তার আপন ভাইকে আটক করে বিজিবি।

জাহিদুর রহমান বলেন, সারা দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ মন্ত্রী-এমপি ও প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বিজিবি।

একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবি তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ