সেনা প্রধানের ভাষণের পর চুয়াডাঙ্গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ ত্রাসের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা গেছে চারজন।
সোমবার (৬ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত জেলাজুড়ে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাড়িতে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ আলী আজগার টগরের বাড়িতে, দীলিপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে, শিল্পপতি এম এ রাজ্জাক খানের বাড়িসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে চারজন পুড়ে মারা যায়।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাকিব হোসেন ডিজে (২০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার পুলিশ লাইন পাড়ার সাইদুর রহমানের ছেলে তাফিম (১৬)। অন্য দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ