ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা 

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২৪, ১৪:৫৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১৫:০২

নড়াইল সদর উপজেলায় মাজেদুল ইসলাম খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা।

সোমবার (৫ আগস্ট) রাতে সদর উপজেলার বরাশুলা ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজেদুল ইসলাম খান উপজেলার বরশুলা গ্রামের জাফর খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাদিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিকেল থেকে সারাদেশে আনন্দ মিছিল ও বিক্ষুদ্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ধারবাহিকতায় নড়াইলেও বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় হুইপ মাশরাফি বিন মুর্তজা, জেলা-উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সপ্নিল শিকদার নিলসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে মাজেদুল ইদগাহ্ ময়দানের সামনে এলে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ জনতা। তবে পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে এ হত্যা করা হয়েছে।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ