শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় নাটোরে জেলা বিএনপির শান্তির পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অগাস্ট) দুপুরে দিকে নাটোর আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আয়োজনে এক শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্ম জনিসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশ জালিম শাসনের হাতে দেশ পরিচালনা হয়েছে, ছাত্র সমাজ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে এক অবৈধ খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমাদের সব ধর্ম বর্ন সাধারণ জনগণ ও কারও ওপর যেন কোনো ধরনের আঘাত না হয় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ