ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রামেকে ২ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। আগেরদিন ২৪ ঘণ্টায় রামেকে ৬ জনের প্রাণহানি ঘটেছিল।

মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়েই ২ জন মারা গেছেন। তবে করোনায় কোনো মৃত্যু হয়নি। সর্বশেষ মৃতদের মধ্যে চাপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান। তিনি আরও জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত রামেকের ২৪০ করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি রয়েছেন। আগেরদিন ১১১ জন রোগী ভর্তি ছিলেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ