চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা কাঁচাবাজার ডিবি অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ২টার দিকে স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের ইউসুফ আলী ওরফে তেলা ইউসুফের ছেলে ইস্রাফিল (৪০) ও একই গ্রামের রয়েল মন্ডলের ছেলে রেজাউল (৫০)। তারা আপন চাচাতো ভাই।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্ধসঢ়;) নাজিম উদ্দিন আল-আজাদ জানান, গোপনে খবর পেয়ে এসআই সোহেল রানার নের্তৃত্বে একদল ডিবি সদস্য লোকনাথপুর হতে সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করে। পরে মোটরসাইকেল চালিয়ে দর্শনা কাঁচাবাজারে আসলে সেখান থেকে তাদের আটক করা হয়।
পরে দেহ তল্লাশি করে তাদের কোমরে নীল রঙের কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৪ কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে দর্শনা থানায় আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা এবং উদ্ধার অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী কার্যালয়ে জমা দেয়া হবে বলে তিনি জানান।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ