লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আজিজার রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আজিজার পাটগ্রাম উপজেলার সরকারের হাট মুসলিম পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান সকালে পাটগ্রাম থেকে অটোরিকশায় লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আদিতমারী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সরাসরি সংঘর্ষ হয়। এসময় আজিজারসহ বেশ কয়েকজন যাত্রী হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে আজিজার রহমানের মৃত্যু হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ