শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

খুলনায় শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, আটক ৩৫ 

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১৫:৩৮

খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনায় চারটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় পুলিশ কমপক্ষে ৩৫ জনকে আটক করেছে।

দুপুর ১টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আরেকটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ওই এলাকায় টহল দেয় পুলিশের দুটি ভারী যান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কেডিএ অ্যাভিনিউ দিয়ে রয়্যাল মোড়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে তারা দুটি প্রাইভেটকার ভাঙচুর করে। কিছু শিক্ষার্থী দৌড়ে এদিক সেদিক পালিয়ে যায়, আর কিছু শিক্ষার্থী আহছান উল্লাহ কলেজের মধ্যে চলে যায়।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা নগরীর রয়্যাল মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ রয়্যাল মোড় ও আশপাশের এলাকা থেকে কমপক্ষে ৩৫ জনকে আটক করে। পুলিশ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা রয়্যাল মোড়ে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এছাড়া নগরীর শিববাড়ি মোড়েও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ