ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১৪:২৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১৪:৩০

ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যেকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই - ৫ আগষ্ট ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এমপি। মাছের পোনা অবমুক্ত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তুষভান্ডার বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুফাসসালিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা সুলতানা, প্রেসক্লাব সভাপতি আমিরুল হেলালসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য ব‍্যবসায়ী, মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ